বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। সংগঠনটির এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষে সভাপতি হাজী আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুসহ সকল নেত্রীবৃন্দ এতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের পতি সমবেদনাও জানানো হয়। সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে শোক বার্তায়।
উল্লেখ্য, ১৬ মার্চ মঙ্গলবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।