ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলের দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এর বাইরে যত চুক্তিই করা হোক তাতে লাভ নেই। আরব দেশগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি দখলদার ইসরায়েলের সঙ্গে তথাকথিত সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এ নিয়ে নানা সমালোচনার মুখে রয়েছে দেশ দুটি।