লস অ্যাঞ্জেলসে কাউন্টির স্পেশাল ইলেকশনের ভোটগ্রহণ চলছে। মার্চের দুই তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দেয়া যাবে ভোট। ইন-পারসনের পাশাপাশি বাই-মেইলের মাধ্যমে ভোট দেওয়া যাবে। কাউন্টি রেজিস্ট্রার-রেকর্ডার ডিন লোগান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্পেশাল ইলেকশনের এই শূণ্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক দলের ৩ জন, রিপাবলিকান দলের ২ জন, পিস এন্ড পার্টির একজন ও পার্টিহীন একজন স্বতন্ত্র প্রার্থী। কুলভার সিটি, মার ভিসটা, সেনচুরি সিটি, লাডেরা হাইটস, এক্সপোজিশন পার্ক, সাউথ লস অ্যাঞ্জেলস, ওয়েস্টমন্ট, ডাউনটাউনসহ লস অ্যাঞ্জেলসের বেশকিছু অংশ ও ইংলেউডের কিছু অংশ এবারের স্পেশাল ইলেকশনের আওতাধীন রয়েছে।
প্রত্যেকটি ভোটকেন্দ্রে করোনার স্বাস্থ্যবিধি ও হেলথ সেফটি গাইডলাইন মেনে চলা হচ্ছে। ভোটকেন্দ্রগুলো কোথায় জানতে ক্লিক করুন